পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা মালদা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। উল্লেখযােগ্য নদীবাঁধ ফারাক্কা বাঁধ এই জেলায় অবস্থিত। এই জেলা পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে নবম এবং গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে।
এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা জানব পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা মুর্শিদাবাদ জেলার সংক্ষিপ্ত পরিচয়।
![]() |
Introduction of Murshidabad District in Bengali |
✪ মুর্শিদাবাদ জেলা (Murshidabad District) :
❂ স্থাপিত :
মুর্শিদাবাদ জেলাটি স্থাপিত হয় ১৭ই আগস্ট ১৯৪৭ সালে।
❂ আয়তন :
মুর্শিদাবাদ জেলার মোট আয়তন ৫,৩২৪ বর্গ কিলােমিটার।
❂ জনসংখ্যা :
২০১১ সালের আদমশুমারি অনুসারে মুর্শিদাবাদ জেলার মােট জনসংখ্যা ৭১,০২,৪৩০ জন।
- মহিলা - ৩৪,৭২,৮৩৫ জন
- পুরুষ - ৩৬,২৯,৫৯৫ জন
- লিঙ্গানুপাত - ৯৫৭ জন
- জনঘনত্ব - ১৩৩৪/বর্গ কিমি
- সাক্ষরতার হার - ৬৩.৮৮%
- পুরুষ - ৬১.২৫%
- মহিলা - ৫৫.০৪%
- শিশু লিঙ্গ অনুপাত - ৯৬৩ জন
- গ্রামীন অধিবাসিগণ (%) - ৮০.২২%
- শহরের জনসংখ্যা (%) - ১৯.৭৮%
❂ সীমানা :
❂ নামকরণ ও ইতিহাস :
মুর্শিদাবাদ জেলাটির নামকরণ করা হয়েছে বাংলার নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারে। নবাবী আমলে মুর্শিদাবাদ বাংলার প্রশাসনিক কেন্দ্র ছিল। পরবর্তীতে দেশভাগের পর ১৭ই আগস্ট ১৯৪৭ সালে এটি মুর্শিদাবাদ জেলা হিসাবে গঠিত হয়।❂ প্রশাসনিক বিভাগ :
✪ জেলা সদর : মুর্শিদাবাদ জেলার জেলা সদর -- বহরমপুর।
✪ মহকুমা : মুর্শিদাবাদ জেলার মহাকুমা ৫টি, এগুলি হল -
- বহরমপুর,
- ডােমকল,
- লালবাগ,
- কাঁন্দি ও
- জঙ্গীপুর।
✪ পৌরসভা : মুর্শিদাবাদ জেলার পৌরসভা ৭টি, এগুলি হল -
- বেলডাঙ্গা,
- বহরমপুর,
- ঢুলিয়ান,
- জঙ্গীপুর,
- জিয়াগঞ্জ-আজিমগঞ্জ,
- কাঁন্দি ও
- মুর্শিদাবাদ পৌরসভা।
✪ ব্লক : মুর্শিদাবাদ জেলার ব্লক সংখ্যা হল ২৬টি।
✪ পঞ্চায়েত সমিতি : মুর্শিদাবাদ জেলায় ২৬টি পঞ্চায়েত সমিতি রয়েছে।
✪ গ্রাম পঞ্চায়েত : মুর্শিদাবাদ জেলায় রয়েছে ২৫৪টি গ্রাম পঞ্চায়েত।
✪ গ্রাম : মুর্শিদাবাদ জেলায় রয়েছে ৫১৮৭টি গ্রাম।
✪ মৌজা : মুর্শিদাবাদ জেলায় রয়েছে ৩৮২৮টি মৌজা।
✪ থানা : মুর্শিদাবাদ জেলায় মােট থানা রয়েছে ২৬টি।
✪ জেলা পরিষদ : মুর্শিদাবাদ জেলার জেলাপরিষদের সংখ্যা ১টি।
✪ লােকসভা কেন্দ্র : মুর্শিদাবাদ জেলায় লােকসভা কেন্দ্র রয়েছে ৩টি, এগুলি হল -
- মুর্শিদাবাদ লােকসভা কেন্দ্র,
- জঙ্গীপুর লােকসভা কেন্দ্র ও
- বহরমপুর লােকসভা কেন্দ্র।
✪ বিধানসভা কেন্দ্র : মুর্শিদাবাদ জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ২২টি।
❂ ভূ-প্রকৃতি :
❂ নদ-নদী :
মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযােগ্য নদীগুলি হল ভাগীরথী, ময়ূরাক্ষী, জলঙ্গী, দ্বারকা, শিয়ালমারা, ব্রাহ্মণী ইত্যাদি। এই জেলার উল্লেখযােগ্য নদীবাঁধ ফারাক্কা বাঁধ।
❂ জলবায়ু :
মুর্শিদাবাদ জেলার বার্ষিক গড় তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ১,৬০০ মিমি।
❂ কৃষিকাজ :
মুর্শিদাবাদ জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে নবম এবং গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে।
❂ শিল্প :
মুর্শিদাবাদ জেলার প্রধান শিল্পগুলি হল রেশম শিল্প, হাতির দাঁতের শিল্প, খাগড়াই কাঁসার বাসনপত্র ও তাঁতবস্ত্র।
❂ সাক্ষরতা :
মুর্শিদাবাদ জেলার মােট শিক্ষার হার ৬৩.৮৮ শতাংশ।
❂ ভাষা :
মুর্শিদাবাদ জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় হিন্দি, সাঁওতালি, প্রভৃতি আরাে অন্যান্য ভাষাও প্রচলিত।
❂ শিক্ষাপ্রতিষ্ঠান :
মুর্শিদাবাদ জেলার উল্লেখযােগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল -
- বহরমপুর কলেজ
- বহরমপুর গার্লস কলেজ
- মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়
- জঙ্গিপুর কলেজ
- কান্দি রাজ কলেজ
- কৃষ্ণনাথ কলেজ
- নগর কলেজ
- জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ
- মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ইত্যাদি।
❂ পরিবহন ব্যবস্থা :
মুর্শিদাবাদ জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি রেলস্টেশন হল - মুর্শিদাবাদ রেলস্টেশন, বহরমপুর কোর্ট রেলস্টেশন, জঙ্গিপুর রােড রেলস্টেশন, লালবাগ কোর্ট রােড রেলস্টেশন, নিউ ফারাক্কা জংশন রেলস্টেশন ইত্যাদি।
❂ দর্শনীয় স্থান :
মুর্শিদাবাদ জেলার উল্লেখযােগ্য দর্শনীয় স্থানগুলি হল -
১. হাজারদুয়ারী প্রাসাদ : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে কিলা নিজামত ক্যাম্পাসে অবস্থিত এই হাজারদুয়ারী প্রাসাদটি উনবিংশ শতাব্দিতে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাহের রাজত্বকালে স্থাপিত।
২. কাটরা মসজিদ : কাটরা মসজিদটি একটি পূর্ব কারওয়ানসারই, মসজিদ এবং নবাব মুর্শিদকুলি খানের সমাধি, যা ১৭২৩ এবং ১৭২৪ এর মধ্যে নির্মিত করা হয়েছিল। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলাওয়্যারগুলির মধ্যে একটি।
৩. মতিঝিল পার্ক : ভাগীরথী নদীর এক পরিত্যক্ত অংশ থেকে গঠিত ৩৫০ একর অক্সবাে হ্রদটি নবাবি আমলে ব্যাপক মুক্তো চাষের জন্য এর নামকরণ করা হয় মতিঝিল। বর্তমানে মনােরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই পার্ক পর্যটকদের কাছে অধিক আকৃষ্ট।
৪. চার বাংলা ধাম : আজিমগঞ্জের বরানগরের চার বাংলা ধাম বেঙ্গল মন্দির স্থাপত্যের এক অপূর্ব উদাহরণ। আঠারাে শতকে মন্দিরটি নাটোরের রানি ভবানীর পৃষ্ঠপােষকতায় নির্মিত হয়েছিল।
৫. কর্ণসুবর্ণ : প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা শশাঙ্কের শাসন আমলে গৌড় রাজ্যের রাজধানী ছিল এই কর্ণসুবর্ণ।
৬. আর্মেনিয়ান চার্চ : পূর্ব ভারতের প্রাচীনতম এই আর্মেনিয়ান চার্চ ১৭৫৭ সালে বহরমপুর শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।
![]() |
Armenian Church in Murshidabad district |
৭. নিজামত ইমামবাড়া : ভারত ও বাংলার বৃহত্তম বর্তমান এই ইমামবাড়াটি ১৮৪৭ সালে নবাব মনসুর আলি খান নির্মান করেছিলেন।
![]() |
Nizamat Imambara in Murshidabad district |
এছাড়াও -
৮. জাহানকোশা কামান
৯. কাঠগােলা বাগান
১০. জগৎ শেঠের বাড়ি
১১. আজিমুন্নিসা বেগমের সমাধি
১২. সিরাজ-উদ-দৌলার সমাধি
১৩. বিষ্ণুপুর কালীবাড়ি
১৪. কাশিমবাজারের রায় পরিবারের রাজবাড়ি ইত্যাদি।
এই হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা মুর্শিদাবাদ জেলার সংক্ষিপ্ত পরিচয়।
1 মন্তব্যসমূহ
এই পোস্টটি পড়ে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে প্রায় সবকিছু জানতে পারা যায়... ধন্যবাদ!
উত্তরমুছুন