হিমালয়ের পূর্ব অংশে ১৩০০ মিটার উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার অন্যতম একটি জেলা। এই জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের ২১ তম জেলা হিসাবে ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে নতুন জেলা রূপে স্থাপিত হয়। কালিম্পং শহরের উপকণ্ঠে ভারতীয় সেনাবাহিনীর ২৭ মাউন্টেন ডিভিসন অবস্থিত। এই জেলার শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কালিম্পং জেলার সুপরিচিতি রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই ব্রিটিশ আমলে স্থাপিত। চিনের তিব্বত আগ্রাসন ও ভারত-চিন যুদ্ধের আগে পর্যন্ত এই শহর ছিল ভারত তিব্বত বাণিজ্যদ্বার। সারা ভারতবর্ষে যে পরিমান গ্লাডিওলাস ফুল বিক্রি হয়, তার ৮০ ভাগই কালিম্পং জেলা থেকে যােগান হয়।
এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা জানব পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা কালিম্পং জেলার সংক্ষিপ্ত পরিচয়।
Introduction of Kalimpong District in Bengali |
✪ কালিম্পং জেলা (Kalimpong District) :
![]() |
Map of Kalimpong District |
❂ প্রতিষ্ঠিত :
❂ আয়তন :
❂ জনসংখ্যা :
❂ সীমানা :
❂ ইতিহাস :
❂ প্রশাসনিক বিভাগ :
* জেলা সদর : কালিম্পং জেলার জেলা সদর -
- কালিম্পং।
* বর্তমান জেলাশাসক : Smt. R Vimala, IAS
* মহকুমা : এই জেলার মহকুমা - ১টি, এটি হল -
- কালিম্পং মহকুমা।
* পৌরসভা : কালিম্পং জেলার পৌরসভাও ১টি, এটি হল -
- কালিম্পং পৌরসভা, যা ২৩টি ওয়ার্ড নিয়ে গঠিত।
* ব্লক : কালিম্পং জেলার ব্লক সংখ্যা - ৩টি, এই ৩টি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক হল -
- কালিম্পং-১,
- কালিম্পং-২ ও
- গরুবাথান।
* গ্রাম পঞ্চায়েত : কালিম্পং জেলার এই ৩টি ব্লকে মােট গ্রাম পঞ্চায়েত রয়েছে ৪২ টি।
* গ্রাম সংসদ : কালিম্পং জেলার মােট গ্রাম সংসদ ৩২৪টি।
* ব্লক সংসদ : কালিম্পং জেলার মােট ব্লক সংসদ ৫২টি।
* রাজস্ব মৌজা : কালিম্পং জেলার রাজস্ব মৌজার সংখ্যা ৫৬ টি।
* বন মৌজা : কালিম্পং জেলার বন মৌজার সংখ্যা ৩৭ টি।
* থানা : কালিম্পং জেলায় মােট থানা রয়েছে - ৩টি।
* বিধানসভা কেন্দ্র : এই জেলার বিধানসভা কেন্দ্র ১টি, এটি হল -
- কালিম্পং বিধানসভা কেন্দ্র।
❂ ভূ-প্রকৃতি :
❂ নদ-নদী :
❂ জলবায়ু :
❂ উদ্ভিদ ও প্রাণীজগত :
❂ কৃষিকাজ :
❂ ভাষা :
❂ শিক্ষাপ্রতিষ্ঠান :
- কালিম্পং গভর্নমেন্ট হাই স্কুল,
- ক্লানি ওমেনস্ কলেজ,
- গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ - গােরুবাথান,
- গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ - পেডং,
- কালিম্পং কলেজ প্রভৃতি।
❂ চিকিৎসালয় :
কালিম্পং জেলায় চিকিৎসালয় হিসাবে রয়েছে -
- গােরুবাথান ব্লক প্রাইমারি হেল্থ সেন্টার,
- কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল,
- পেডং ব্লক প্রাইমারি হেল্থ সেন্টার এবং
- রম্বি ব্লক প্রাইমারি হেল্থ সেন্টার।
❂ পরিবহন ব্যবস্থা :
❂ দর্শনীয় স্থান :
শক্তিশালী হিমালয়ের আকর্ষণ, ডুয়ার্সের আদিম সৌন্দর্য, ঘন কুমারী উদ্ভিদ, মােহময় উপত্যকা এবং ঘাসভূমি এবং অবশ্যই বহুবর্ষজীবী চকচকে হলেও শীত আবহাওয়া কালিম্পং জেলাটিকে পূর্ব হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মানচিত্রে রাখে। এর মধ্যে উল্লেখযােগ্য বিশেষ দর্শনীয় স্থানগুলি হল -
১৷ লোলেগাঁও :
কালিম্পং শহর থেকে ৪৫ কিলােমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের এই জায়গাটি বাসে বা ট্যাক্সি দিয়ে পৌঁছানাে যায়।
Lolaygaon |
২। ডেওলাে হিল :
এটি কালিম্পং শহর যে দুটি পাহাড়ের মাঝখানে দাড়িয়ে আছে তার মধ্যে একটি। এই পাহাড়টির উচ্চতা ১৭০৪ মিটার এবং এটি কালিম্পং শহরের সর্বোচ্চ পয়েন্ট। সামগ্রিকভাবে ডেওলাে হিল কালিম্পং শহর এবং তার পার্শ্ববর্তী পাহাড়ের একটি প্যানােরামিক ৩৬০ ডিগ্রি ভিউ সরবরাহ করে।
Deolo Hill |
৩। দূরপিন দারা :
লােকাল ভাষায় 'দূরপিন দারা'-র অর্থ হল দূরবীন হিল। এটি কালিম্পং জেলার দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। এই পাহাড়টি কালিম্পং শহরকে উপেক্ষা করে দূরের সিকিমের তুষার-মেঘাচ্ছন্ন হিমালয়ান পর্বতমালা, তিস্তা নদী এবং জেলিপলা পথসহ বিভিন্ন বিচিত্র রকমের দৃশ্য দেখায়।
Durpin Dhara |
৪। নিমবং :
পর্যটন সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল নিমবং। নিমবং গ্রাম পঞ্চায়েত দ্বারা পরিচালিত এই জায়গাটি ৬০ কিলােমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এই জায়গার মােহনীয়তা মহানগর জীবনের উন্মাদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা। এখানে পৌঁছে একজন মানুষ জীবনের সমস্ত উদ্বেগ থেকে দূরে প্রকৃতির কোলে শান্তিতে পৌছে যায়।
Nimbong |
৫। রিক্কিসুম :
এটি কালিম্পং শহরের দৃশ্যের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের একটি অত্যাশ্চর্য ৩৬০ ডিগ্রি ভিউ সরবরাহ করে। প্রায়শই অনেকেই এই জায়গাটিকে তুষার ঢাকা শৃঙ্গার সেরা দৃশ্য হিসাবে বিবেচনা করেন।
Rikkisum |
৬। সিলারি গাঁও :
এই মনােরম সিলারি গাঁও কালিম্পং-২ ব্লকের কাশ্যং গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভূক্ত সিঞ্চনা প্লান্টেশন এলাকার অন্তর্গত একটি ছােট্ট গ্রাম।
SilleriGaon |
৭। ইচ্ছে গাও :
এটি একটি আসন্ন পর্যটন কেন্দ্র যা সবেমাত্র কয়েকটি হােম স্টেভের সাথে শুরু হয়েছিল। জায়গাটি পাখি পর্যবেক্ষণ এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, পার্শ্ববর্তী সিকিম এবং দার্জিলিং এবং আশেপাশের অঞ্চলগুলির দর্শনীয় স্থানগুলির জন্য বিখ্যাত।
Icchyegaon |
৮। ঝান্ডি :
ভিডিও ↴
কালিম্পং জেলার সংক্ষিপ্ত পরিচয় / Introduction of Kalimpong District -
তথ্যসূত্র :
0 মন্তব্যসমূহ