কালিম্পং জেলার সংক্ষিপ্ত পরিচয় / About Kalimpong District in Bengali

হিমালয়ের পূর্ব অংশে ১৩০০ মিটার উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার অন্যতম একটি জেলা। এই জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের ২১ তম জেলা হিসাবে ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা থেকে বিভক্ত হয়ে নতুন জেলা রূপে স্থাপিত হয়। কালিম্পং শহরের উপকণ্ঠে ভারতীয় সেনাবাহিনীর ২৭ মাউন্টেন ডিভিসন অবস্থিত। এই জেলার শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কালিম্পং জেলার সুপরিচিতি রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই ব্রিটিশ আমলে স্থাপিত। চিনের তিব্বত আগ্রাসন ও ভারত-চিন যুদ্ধের আগে পর্যন্ত এই শহর ছিল ভারত তিব্বত বাণিজ্যদ্বার। সারা ভারতবর্ষে যে পরিমান গ্লাডিওলাস ফুল বিক্রি হয়, তার ৮০ ভাগই কালিম্পং জেলা থেকে যােগান হয়।

এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা জানব পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা কালিম্পং জেলার সংক্ষিপ্ত পরিচয়।

Introduction of Kalimpong District in Bengali
Introduction of Kalimpong District in Bengali


কালিম্পং জেলা (Kalimpong District) :


Map of Kalimpong District
Map of Kalimpong District

 প্রতিষ্ঠিত :

২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি

❂ আয়তন :

কালিম্পং জেলার মােট আয়তন ১০৫৬ বর্গ কিলােমিটার।

❂ জনসংখ্যা :

২০১১ সালের আদমশুমারি অনুসারে কালিম্পং জেলার জনসংখ্যা হল ২,৫১,৬৪২ জন, যা ২০১১ সালের আগের আদমশুমারির জনসংখ্যার তুলনায় ২৬,৪২২ জন বেশি৷

❂ সীমানা :

কালিম্পং জেলার ভৌগলিক সীমানা হল - উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে জলপাইগুড়ি জেলা পূর্বে ভুটান রাষ্ট্র এবং পশ্চিমে দার্জিলিং জেলা।

❂ ইতিহাস :

কালিম্পং জায়গাটি সর্বপ্রথম ভারতের সিকিম রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে জায়গাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং প্রথমত কালিম্পং পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি মহকুমা হিসাবে পরিচিতি পায়।

History of Kalimpong District
History of Kalimpong District

পরবর্তীতে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিম্পং-এর প্রতি অকৃত্রিম ভালােবাসা এবং প্রশংসার কারণে কালিম্পংকে দার্জিলিং জেলা থেকে বিভক্ত করে কালিম্পংয়ের উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি কালিম্পংকে পশ্চিমবঙ্গ রাজ্যের ২১ তম জেলা হিসাবে প্রতিষ্ঠিত করেন।

❂ প্রশাসনিক বিভাগ :

জেলা সদর : কালিম্পং জেলার জেলা সদর -

  • কালিম্পং।

বর্তমান জেলাশাসক : Smt. R Vimala, IAS

মহকুমা : এই জেলার মহকুমা - ১টি, এটি হল -

  • কালিম্পং মহকুমা।

পৌরসভা : কালিম্পং জেলার পৌরসভাও ১টি, এটি হল -

  • কালিম্পং পৌরসভা, যা ২৩টি ওয়ার্ড নিয়ে গঠিত।

ব্লক : কালিম্পং জেলার ব্লক সংখ্যা - ৩টি, এই ৩টি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক হল -

  • কালিম্পং-১,
  • কালিম্পং-২ ও
  • গরুবাথান।

গ্রাম পঞ্চায়েত : কালিম্পং জেলার এই ৩টি ব্লকে মােট গ্রাম পঞ্চায়েত রয়েছে ৪২ টি।

গ্রাম সংসদ : কালিম্পং জেলার মােট গ্রাম সংসদ ৩২৪টি।

ব্লক সংসদ : কালিম্পং জেলার মােট ব্লক সংসদ ৫২টি।

রাজস্ব মৌজা : কালিম্পং জেলার রাজস্ব মৌজার সংখ্যা ৫৬ টি।

বন মৌজা : কালিম্পং জেলার বন মৌজার সংখ্যা ৩৭ টি।

থানা : কালিম্পং জেলায় মােট থানা রয়েছে - ৩টি

* বিধানসভা কেন্দ্র : এই জেলার বিধানসভা কেন্দ্র ১টি, এটি হল -

  • কালিম্পং বিধানসভা কেন্দ্র।

লােকসভা কেন্দ্র : এই সম্পূর্ণ কালিম্পং জেলাটি দার্জিলিং লােকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।

চা বাগান : চা বাগান রয়েছে টি।

 ভূ-প্রকৃতি :

পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে নিম্ন হিমালয়ে অবস্থিত এই কালিম্পং জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। এই জেলার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন অর্কিড, ক্যাকটাস এবং শােভাময় গাছ। এই জেলার গড় উচ্চতা ১২৪৭ মিটার এবং কালিম্পং এর সর্বোচ্চ স্থান ডেওলাের উচ্চতা ১৭০৪ মিটার। পাহাড়ের নীচের উপত্যকায় তিস্তা নদী প্রবাহমান। এই তিস্তা নদীটিই কালিম্পংকে সিকিম রাজ্য থেকে পৃথক করেছে।

Geography of Kalimpong District
Geography of Kalimpong District

কালিম্পং জেলার মাটি সাধারণত লালচে রংয়ের, তবে ফাইলাইট (Phyllite) ও শিস্টের (Schists) অতিরিক্ত উপস্থিতির জন্য কোনো কোনো স্থানের মাটির রং কালো দেখা যায়। কালিম্পং জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের তুষারাবৃত উঁচু উঁচু পর্বতশৃঙ্গগুলি খুব স্পষ্টভাবে দেখা যায়।

❂ নদ-নদী :

এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযােগ্য নদীগুলি হল তিস্তা, জলঢাকা, রাংপো, মেরং, রাংলাে, মহাকা ইত্যাদি।

The river Teesta flows through Kalimpong district
The river Teesta flows through Kalimpong district

❂ জলবায়ু :

১২৫০ মিটার উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার জলবায়ু মৃদু এবং নাতিশীতোষ্ণ। এই জেলায় গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড-এর মধ্যে থাকে। অন্যদিকে শীতকালে এই জেলার তাপমাত্রা হয় সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন ৫ ডিগ্রি সেন্টিগ্রেড। কালিম্পং জেলার গড় বার্ষিক বৃষ্টিপাত ২২০ সেমি।

ভারতের বাকি অংশের মতো, কালিম্পং জেলার পাঁচটি স্বতন্ত্র ঋতু রয়েছে। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত বসন্ত, মে ও জুন মাসে গ্রীষ্ম, জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি বর্ষা, অক্টোবর ও নভেম্বরে শরৎ এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে শীতকাল। কালিম্পং জেলা ভ্রমণের সেরা ঋতু হল বসন্ত এবং শরৎ।

বসন্ত এবং শরৎ ঋতুতে কালিম্পং জেলার জলবায়ু একটি আরামদায়ক এবং শীতল ছুটির জন্য উপযুক্ত জায়গা হয়ে ওঠে। হালকা রোদ, শীতল বাতাস, পরিষ্কার আকাশ এবং মাঝারি তাপমাত্রা এই সময়ের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, যা ভ্রমণের জন্য আদর্শ। কালিম্পং জেলার এই আবহাওয়ায় বাইরের জীবন সবচেয়ে ভালো উপভোগ করা যায়।

 উদ্ভিদ ও প্রাণীজগত :

কালিম্পং জেলা পূর্ব হিমালয়ের একটি মূল্যবান অংশ, যা জীব-বৈচিত্র্য সমৃদ্ধ একটি অঞ্চল। এই জেলার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ঘন উপক্রান্তীয় এবং দুর্ভেদ্য নাতিশীতোষ্ণ বনভূমি ভারতের একটি জাতীয় সম্পদ। এই জেলার একটি জাতীয় উদ্যান হল নেওরা উপত্যকা জাতীয় উদ্যান

কালিম্পং জেলার পাদদেশে, রেলি এবং তিস্তা নদীর তীরে বৃষ্টির বন লক্ষ্য করা যায়, যার মধ্যে বাবলা (খাইর), মেলিওসমা পিন্নাটা (ডাবদাবে), আলবিজিয়া (সিরিস) এবং ডালবের্গিয়া (সিসু) প্রজাতির উদ্ভিদ রয়েছে। জেলার নিম্ন পাহাড়ে রয়েছে উঁচু শাল গাছ এবং শাল বন থেকে টারমিনালিয়া, লার্জারস্ট্রোমিয়া পারভিফ্লোরা এবং ডিলেনিয়ার মিশ্র প্রজাতির উদ্ভিদ। এই অঞ্চলের গ্রীষ্মমন্ডলীয় মিশ্র বনাঞ্চলে টেট্রামেলিস (ময়না), বেইলশমিডিয়া (টারসিং), ম্যাকারেঞ্জ (মালাটা) এর উপস্থিতি দেখা যায়।

হিমালয়ের এই অংশে অর্থাৎ কালিম্পং জেলায় প্রায় ৩০০ প্রজাতির অর্কিডের খবর পাওয়া গেছে। এখানে পাওয়া কিছু জনপ্রিয় অর্কিড হল Paphiopedilium, Pleone, Orchis, Herminium, Oberonia, Liparis, Coelogyne, Dendrobium, Cymbidium, ইত্যাদি। এই অঞ্চল হল জাতির একমাত্র ঔষধি গাছের বাগান।

Blue Orchid form Kalimpong District
Blue Orchid form Kalimpong District

কালিম্পং জেলার প্রাণীজ বৈচিত্র্য আরেকটি আকর্ষণীয় সম্পদ। এই জেলার বন্যপ্রাণী লাল পান্ডা এবং মুনাল ফিজ্যান্ট, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, মেঘাচ্ছন্ন চিতাবাঘ, হিমালয়ান তাহর, গোরাল, গৌড় এবং প্যাঙ্গোলিনের মতো বিপন্ন প্রজাতির ব্যাপকভাবে বিভিন্ন উচ্চতায় উপস্থিতির দ্বারা সমৃদ্ধ। এছাড়াও বনাঞ্চলে সাইবেরিয়ান উইসেল, আজকের বিড়াল, এশিয়াটিক কালো ভাল্লুক, ভারতীয় চিতাবাঘ, বার্কিং বিয়ার, ভারতীয় বাইসন, মৌপান খরগোশ এবং হিমালয়ান কাঠবিড়ালি রয়েছে।

কালিম্পং জেলায় পাওয়া অনেক পাখির মধ্যে কয়েকটি হল চড়ুই বাজপাখি, ভারতীয় বেসরা, গ্রিফন শকুন, কালিজ ফিজ্যান্ট, বিভিন্ন ধরণের হর্নবিল, কাঠঠোকরা, পেঁচা, ভারতীয় কালো-ক্রেস্টেড বাজা ইত্যাদি।

 কৃষিকাজ :

তিস্তা এবং জলঢাকা নদীর মাঝখানে স্থাপন করা এবং নিম্ন হিমালয় থেকে এর পাদদেশ পর্যন্ত বিস্তৃত এই কালিম্পং জেলা প্রচুর পরিমানে উদ্ভিদ এবং পানীকুল সমৃদ্ধ শীতকালীন জলবায়ুর অন্তর্গত, যা কৃষিজ উদ্যানকে সমর্থন করে। কালিম্পংয়ের ৮০% এরও বেশি লােক জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল।

Agriculture of Kalimpong District
Agriculture of Kalimpong District

এই জেলার প্রধান কৃষি-পণ্যগুলির মধ্যে রয়েছে ধান, ভুট্টা, বাজরা, ডাল, তৈলবীজ এবং আলু। তবে কালিম্পং জেলা আদা এলাচ, সুপারি এবং কমলা জাতীয় ফসলের কেন্দ্র হিসাবে বেশি পরিচিত। এছাড়াও এই জেলায় চা চাষের জন্য ৬টি চা বাগান রয়েছে।

❂ ভাষা :

কালিম্পং জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল নেপালি, তবে এই জেলায় লেপচা, হিন্দি, সাদরি, বাংলা প্রভৃতি ভাষাও প্রচলিত।

❂ শিক্ষাপ্রতিষ্ঠান :

কালিম্পং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযােগ্য হল -

  • কালিম্পং গভর্নমেন্ট হাই স্কুল,
  • ক্লানি ওমেনস্ কলেজ,
  • গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ - গােরুবাথান,
  • গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ - পেডং,
  • কালিম্পং কলেজ প্রভৃতি।

❂ চিকিৎসালয় :

কালিম্পং জেলায় চিকিৎসালয় হিসাবে রয়েছে -

  • গােরুবাথান ব্লক প্রাইমারি হেল্থ সেন্টার,
  • কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল,
  • পেডং ব্লক প্রাইমারি হেল্থ সেন্টার এবং
  • রম্বি ব্লক প্রাইমারি হেল্থ সেন্টার।

❂ পরিবহন ব্যবস্থা :

কালিম্পং জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে পাহাড়ের গায়ের উন্নত সড়কপথগুলি তো রয়েছেই, সঙ্গে রেলপথ রয়েছে। NH 10, NH 717A এবং NH 17 হল এই জেলার প্রধান সড়কপথ এবং রেলস্টেশনগুলি হল - মেলি রেলওয়ে স্টেশন, রিয়াং রেলওয়ে স্টেশন, গাইলখোলা রেলওয়ে স্টেশন ও তিস্তা বাজার রেলওয়ে স্টেশন। কালিম্পং জেলার দক্ষিণ অংশের নিকটতম বিমানবন্দর হল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর এবং কালিম্পং জেলার উত্তরাঞ্চলের নিকটতম বিমানবন্দর হল সিকিমের পাকিয়ং বিমানবন্দর।

NH10 road in Kalimpong district
NH10 road in Kalimpong district

❂ দর্শনীয় স্থান :

শক্তিশালী হিমালয়ের আকর্ষণ, ডুয়ার্সের আদিম সৌন্দর্য, ঘন কুমারী উদ্ভিদ, মােহময় উপত্যকা এবং ঘাসভূমি এবং অবশ্যই বহুবর্ষজীবী চকচকে হলেও শীত আবহাওয়া কালিম্পং জেলাটিকে পূর্ব হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মানচিত্রে রাখে। এর মধ্যে উল্লেখযােগ্য বিশেষ দর্শনীয় স্থানগুলি হল -

১৷ লোলেগাঁও :

কালিম্পং শহর থেকে ৪৫ কিলােমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের এই জায়গাটি বাসে বা ট্যাক্সি দিয়ে পৌঁছানাে যায়।

Lolaygaon
Lolaygaon

২। ডেওলাে হিল :

এটি কালিম্পং শহর যে দুটি পাহাড়ের মাঝখানে দাড়িয়ে আছে তার মধ্যে একটি। এই পাহাড়টির উচ্চতা ১৭০৪ মিটার এবং এটি কালিম্পং শহরের সর্বোচ্চ পয়েন্ট। সামগ্রিকভাবে ডেওলাে হিল কালিম্পং শহর এবং তার পার্শ্ববর্তী পাহাড়ের একটি প্যানােরামিক ৩৬০ ডিগ্রি ভিউ সরবরাহ করে।

Deolo Hill
Deolo Hill

৩। দূরপিন দারা :

লােকাল ভাষায় 'দূরপিন দারা'-র অর্থ হল দূরবীন হিল। এটি কালিম্পং জেলার দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। এই পাহাড়টি কালিম্পং শহরকে উপেক্ষা করে দূরের সিকিমের তুষার-মেঘাচ্ছন্ন হিমালয়ান পর্বতমালা, তিস্তা নদী এবং জেলিপলা পথসহ বিভিন্ন বিচিত্র রকমের দৃশ্য দেখায়।

Durpin Dhara
Durpin Dhara

৪। নিমবং :

পর্যটন সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল নিমবং নিমবং গ্রাম পঞ্চায়েত দ্বারা পরিচালিত এই জায়গাটি ৬০ কিলােমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এই জায়গার মােহনীয়তা মহানগর জীবনের উন্মাদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা। এখানে পৌঁছে একজন মানুষ জীবনের সমস্ত উদ্বেগ থেকে দূরে প্রকৃতির কোলে শান্তিতে পৌছে যায়।

Nimbong
Nimbong

৫। রিক্কিসুম :

এটি কালিম্পং শহরের দৃশ্যের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের একটি অত্যাশ্চর্য ৩৬০ ডিগ্রি ভিউ সরবরাহ করে। প্রায়শই অনেকেই এই জায়গাটিকে তুষার ঢাকা শৃঙ্গার সেরা দৃশ্য হিসাবে বিবেচনা করেন।

Rikkisum
Rikkisum

৬। সিলারি গাঁও :

এই মনােরম সিলারি গাঁও কালিম্পং-২ ব্লকের কাশ্যং গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভূক্ত সিঞ্চনা প্লান্টেশন এলাকার অন্তর্গত একটি ছােট্ট গ্রাম।

SilleriGaon
SilleriGaon

৭। ইচ্ছে গাও :

এটি একটি আসন্ন পর্যটন কেন্দ্র যা সবেমাত্র কয়েকটি হােম স্টেভের সাথে শুরু হয়েছিল। জায়গাটি পাখি পর্যবেক্ষণ এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, পার্শ্ববর্তী সিকিম এবং দার্জিলিং এবং আশেপাশের অঞ্চলগুলির দর্শনীয় স্থানগুলির জন্য বিখ্যাত।

Icchyegaon
Icchyegaon

৮। ঝান্ডি :

ঝান্ডি গােরুবাথান ব্লকের একটি সুপরিচিত পর্যটন স্পট, যা গৌরবময় সূর্য উত্থান এবং সূর্যাস্তের দর্শন, কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এবং নাথুলা রেঞ্জের পাশাপাশি দ্বার্সের প্রশস্ত কোণ দৃশ্য সরবরাহ করে। এটি গােরুবাথান থেকে প্রায় ১৬ কিলােমিটার দুরে অবস্থিত। সারা বছর ধরে এই জায়গা শীত ও কুয়াশাচ্ছন্ন থাকে।

এই হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা কালিম্পং জেলার সংক্ষিপ্ত পরিচয়।

ভিডিও ↴

কালিম্পং জেলার সংক্ষিপ্ত পরিচয় / Introduction of Kalimpong District -




তথ্যসূত্র :

১. https://kalimpong.gov.in/

২. https://www.wikipedia.org/


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ