পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে মালদা বিভাগের একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল দক্ষিণ দিনাজপুর জেলা। পূর্বতন দিনাজপুর জেলা থেকে বিভক্তিত হয়ে বর্তমান দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়েছে।
এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা জানব পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা দক্ষিণ দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়।
দক্ষিণ দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয় |
✪ দক্ষিণ দিনাজপুর জেলা (Dakshin Dinajpur District) :
❂ প্রতিষ্ঠিত :
দক্ষিণ দিনাজপুর জেলাটি স্থাপিত হয় ১লা এপ্রিল ১৯৯২ সালে।
❂ আয়তন :
দক্ষিণ দিনাজপুর জেলাটির মােট আয়তন ২,১৬২ বর্গ কিলােমিটার।
❂ জনসংখ্যা :
দক্ষিণ দিনাজপুর জেলার মােট জনসংখ্যা ১৬ লক্ষ ৭০ হাজার ৯৩১ জন।
❂ সীমানা :
দক্ষিণ দিনাজপুর জেলার ভৌগলিক সীমানা হল - উত্তরে বাংলাদেশ, দক্ষিণে মালদা জেলা, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে বিহার।❂ নামকরণ :
ইতিহাস অনুযায়ী জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর।
❂ ইতিহাস :
দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিমবঙ্গে যুক্ত হলে পরবর্তীতে এর দক্ষিণাংশ নিয়ে ১লা এপ্রিল ১৯৯২ সালে দক্ষিণ দিনাজপুর জেলার আত্মপ্রকাশ ঘটে।
❂ প্রশাসনিক বিভাগ :
* জেলা সদর : দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর -
- বালুরঘাট।
* বর্তমান জেলাশাসক : Smt. Ayesha Rani A., IAS
* মহকুমা : দক্ষিণ দিনাজপুর জেলার মহাকুমা ২টি -
- বালুরঘাট ও
- গঙ্গারামপুর।
* পৌরসভা : দক্ষিণ দিনাজপুর জেলার পৌরসভা ৩টি, এগুলি হল -
- বালুরঘাট পৌরসভা,
- বুনিয়াদপুর পৌরসভা ও
- গঙ্গারামপুর পৌরসভা।
* ব্লক : দক্ষিণ দিনাজপুর জেলার জেলার ব্লক সংখ্যা হল ৮টি, এগুলি হল -
- বালুরঘাট,
- গঙ্গারামপুর,
- তপন,
- কুমারগঞ্জ,
- হরিরামপুর,
- কুশমন্ডি,
- হিলি ও
- বংশীহরি।
* পঞ্চায়েত সমিতি : দক্ষিণ দিনাজপুর জেলায় ৮টি পঞ্চায়েত সমিতি রয়েছে।
* গ্রাম পঞ্চায়েত : দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ৬৫টি।
* গ্রাম : দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রাম রয়েছে ১৬৩৭টি।
* জেলা পরিষদ : দক্ষিণ দিনাজপুর জেলার জেলাপরিষদের সংখ্যা ১টি।
* লােকসভা কেন্দ্র : দক্ষিণ দিনাজপুর জেলায় লােকসভা কেন্দ্র রয়েছে ১টি, এটি হল -
- বালুরঘাট।
* বিধানসভা কেন্দ্র : দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ৬টি, এগুলি হল -
- কুশমন্ডি,
- গঙ্গারামপুর,
- তপন,
- কুমারগঞ্জ,
- বালুরঘাট ও
- হরিরামপুর।
* থানা : দক্ষিণ দিনাজপুর জেলায় মােট পুলিশ স্টেশন রয়েছে ৮টি, এগুলি হল -
- বালুরঘাট পুলিশ স্টেশন,
- কুমারগঞ্জ পুলিশ স্টেশন,
- হিলি পুলিশ স্টেশন,
- তপন পুলিশ স্টেশন,
- গঙ্গারামপুর পুলিশ স্টেশন,
- বংশীহরি পুলিশ স্টেশন,
- কুশমন্ডি পুলিশ স্টেশন, ও
- হরিরামপুর পুলিশ স্টেশন।
❂ ভূ-প্রকৃতি :
পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত এই দক্ষিণ দিনাজপুর জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। দক্ষিণ দিনাজপুর জেলাটি মূলত সমতল হলেও দক্ষিণভাগ সামান্য ঢালু। এই জেলার ঢেই খেলানাে কিংবা অসমতল উচু নীচু অঞ্চলকে বরেন্দ্রভূমি বলে, যা পুরাতন পলিমাটির দ্বারা তৈরী৷ এই জেলায় ৩০ মিটার উঁচু পর্যন্ত ঢিবি দেখা যায়। এই জেলাটি মােটামুটিভাবে সমুদ্রতল থেকে ১৫ মিটার উঁচুতে অবস্থিত। জেলাটি দুটি উপ-অঞ্চলে বিভক্ত যথা ক্রান্তীয় প্রকৃতির উত্তরের মহানন্দা সমভূমি ও দক্ষিণ-পূর্বে বালুরঘাট অঞ্চলের সমভূমি। দক্ষিণ দিনাজপুর জেলার মাত্র ৮ কিলােমিটার অঞ্চল জুড়ে রয়েছে বনভূমি, যা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে।❂ নদ-নদী :
দক্ষিণ দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযােগ্য নদীগুলি হল মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, অজ্ঞন, টাঙ্গন ইত্যাদি।
❂ কৃষিকাজ :
দক্ষিণ দিনাজপুর জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়।
❂ সাক্ষরতা :
দক্ষিণ দিনাজপুর জেলার সাক্ষরতার হার ৭৩.৮৬ শতাংশ।
❂ ভাষা :
দক্ষিণ দিনাজপুর জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, ওরাওঁ, সাদরি প্রভৃতি ভাষাও প্রচলিত।❂ শিক্ষাপ্রতিষ্ঠান :
দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযােগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হল -- গঙ্গারামপুর কলেজ,
- গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ - কুশমন্ডি,
- বালুরঘাট কলেজ,
- কুমারগঞ্জ কলেজ,
- বুনিয়াদপুর মহাবিদ্যালয়
- এস.বি.এস গভর্নমেন্ট কলেজ - হিলি,
- বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়,
- গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ,
- হিলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ,
- বালুরঘাট ল কলেজ,
- বুনিয়াদপুর টিচার্স ট্রেনিং কলেজ ইত্যাদি।
❂ পরিবহন ব্যবস্থা :
দক্ষিণ দিনাজপুর জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই সঙ্গে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে৷ এই জেলার উল্লেখযােগ্য কয়েকটি রেলস্টেশন হল বালুরঘাট রেলস্টেশন, বুনিয়াদপুর রেলস্টেশন, গঙ্গারামপুর রেলস্টেশন প্রভৃতি এবং এই জেলার একমাত্র বিমানবন্দর বালুরঘাট বিমানবন্দর, যা বালুরঘাট শহর থেকে ৬ কিলােমিটার দূরে অবস্থিত। তবে বর্তমানে এই বিমানবন্দরটি বন্ধ রয়েছে, এই বন্দর থেকে আবারাে নতুন করে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।❂ চিকিৎসালয় :
দক্ষিণ দিনাজপুর জেলায় চিকিৎসালয় হিসাবে রয়েছে -- ডিস্ট্রিক্ট হসপিটাল - বালুরঘাট,
- হরিরামপুর রুরাল হসপিটাল,
- হিলি রুরাল হসপিটাল,
- খাসপুর রুরাল হসপিটাল,
- কুমারগঞ্জ রুরাল হসপিটাল,
- কুশমন্ডি রুরাল হসপিটাল,
- রশিদপুর রুরাল হসপিটাল,
- সুপার স্পেশালটি হসপিটাল - বালুরঘট,
- সুপার স্পেশালটি হসপিটাল - গঙ্গারামপুর,
- তপন রুরাল হসপিটাল প্রভৃতি।
❂ দর্শনীয় স্থান :
দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযােগ্য দর্শনীয় স্থানগুলি হল -১। হিলি আন্তর্জাতিক চেকপোস্ট :
এটি একটি বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দর এবং বর্ডার চেকপয়েন্ট, যা পণ্য ও লােকজনের সঠিক চলাচলের জন্য ২০১৮ সালে ইন্টাগ্রেটেড চেকপয়েন্ট হিসাবে বিকশিত করা হয়েছে।
২। আঙ্গিনা পাখি অভয়ারণ্য - কুমারগঞ্জ :
কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত এই আঙ্গিনা পাখি অভয়ারণ্যটি পর্যটকদের কাছে এক অতি-আকৃষ্টময় জায়গা। শীতের আগমনে প্রতিবছর এই অভয়ারণ্যে ১০০ প্রজাতিরও বেশি পরিযায়ী পাখি আসে।
৩৷ বাণগড় খনন সাইট - গঙ্গারামপুর :
বাণগড় ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা এই জেলার প্রধান দর্শনীয় স্থান।
৪। বড়গ্রাম রাজবাড়ীর ধ্বংসাবশেষ :
বুনিয়াদপুর থেকে সাত কিলােমিটার দূরে বড়গ্রামে অবস্থিত এই ধ্বংসাবশেষের আয়তন প্রায় ৫ বিঘার মতাে৷ এই ধ্বংসাবশেষের উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় ৩০ ফুটের মতাে।
৫৷ বােল্লা কালিমন্দির :
বালুরঘাট শহর থেকে ২০ কিলােমিটার দূরে বােল্লা গ্রামে অবস্থিত বােল্লা কালিমন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির।
৬। বালুরঘাট জেলা গ্রন্থাগার,
৭ বালুরঘাট মিউজিয়াম ইত্যাদি।
এই হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা দক্ষিণ দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়।
0 মন্তব্যসমূহ