পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা পরিচিতি - about District of West Bengal in Bengali

পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে একটি অন্যতম রাজ্য। এই রাজ্যের কয়টি জেলা ও কি কি, মানচিত্রে তাদের অবস্থান কোথায় কোথায় এবং জেলাগুলির সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব।

পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা পরিচিতি


প্রশাসনিক কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে ৫টি বিভাগ ও ২৩টি জেলায় বিভক্ত করা হয়েছে। ৫টি বিভাগ হল -  জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ। এই পাঁচটি বিভাগে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হল ২৩টি। 

জলপাইগুড়ি বিভাগ : জলপাইগুড়ি বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে ৫টি জেলা,  এগুলি হল - 

১. কোচবিহার জেলা 

২. আলিপুরদুয়ার জেলা

৩. জলপাইগুড়ি জেলা

৪. দার্জিলিং জেলা

৫. কালিম্পং জেলা

মালদা বিভাগ : এই বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে ৪টি জেলা, এগুলি হল - 

১. উত্তর দিনাজপুর জেলা 

২. দক্ষিণ দিনাজপুর জেলা 

৩. মালদা জেলা 

৪. মুর্শিদাবাদ জেলা

বর্ধমান বিভাগ : এই বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে ৪টি জেলা, এগুলি হল -

১. পূর্ব বর্ধমান জেলা

২. পশ্চিম বর্ধমান জেলা

৩. বীরভূম জেলা

৪. হুগলী জেলা

প্রেসিডেন্সি বিভাগ : এই বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে ৫টি জেলা, এগুলি হল -

১. কলকাতা জেলা 

২. উত্তর ২৪ পরগনা জেলা 

৩. দক্ষিণ ২৪ পরগণা জেলা 

৪. নদিয়া জেলা 

৫. হাওড়া জেলা

মেদিনীপুর বিভাগ : এই বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে ৫টি জেলা, এগুলি হল -

১. পূর্ব মেদিনীপুর জেলা

২. পশ্চিম মেদিনীপুর জেলা

৩. পুরুলিয়া জেলা

৪. বাঁকুড়া জেলা

৫. ঝাড়গ্রাম জেলা

West Bengal


*** এই হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩টি জেলা

• জেলাগুলির সংক্ষিপ্ত পরিচয় :

১. কোচবিহার জেলা :

  • প্রতিষ্ঠা - ১৯ জানুয়ারি, ১৯৫০ সালে
  • জেলা সদর - কোচবিহার
  • আয়তন - ৩,৩৮৭ বর্গকিমি
  • জনসংখ্যা - ২৪,৭৮,২৮০ জন


২. আলিপুরদুয়ার জেলা :

  • প্রতিষ্ঠা - ২৫ জুন, ২০১৪ সালে
  • জেলা সদর - আলিপুরদুয়ার
  • আয়তন - ২,৮৪১ বর্গকিমি
  • জনসংখ্যা - ১৪,৯১,২৫০ জন


৩. জলপাইগুড়ি জেলা :

  • প্রতিষ্ঠা - ১৮৬৯ সালে
  • জেলা সদর - জলপাইগুড়ি
  • আয়তন - ৩,৩৮৬ বর্গকিমি
  • জনসংখ্যা - ২৩,৮১,৫৯৬ জন


৪. দার্জিলিং জেলা :

  • প্রতিষ্ঠা - ১৯৪৭ সালে
  • জেলা সদর - দার্জিলিং
  • আয়তন - ২,০৯৩ বর্গকিমি
  • জনসংখ্যা - ১৫,৯৫,১৮৩ জন



৫. কালিম্পং জেলা :

  • প্রতিষ্ঠা - ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ সালে
  • জেলা সদর - কালিম্পং
  • আয়তন - ১,০৫৬.৫ বর্গকিমি
  • জনসংখ্যা - ২৫১,৬৪২ জন



৬. উত্তর দিনাজপুর জেলা :


  • প্রতিষ্ঠা - ১লা এপ্রিল, ১৯৯২ সালে
  • জেলা সদর - রায়গঞ্জ
  • আয়তন - ৩,১৪০ বর্গকিমি
  • জনসংখ্যা - ৩০,০৭,১৩৪ জন


৭. দক্ষিণ দিনাজপুর জেলা :


  • প্রতিষ্ঠা - ১লা এপ্রিল, ১৯৯২ সালে
  • জেলা সদর - বালুরঘাট
  • আয়তন - ২,২১৯ বর্গকিমি
  • জনসংখ্যা - ১৬,৭৬,২৭৬ জন


৮. মালদা জেলা :


  • প্রতিষ্ঠা - ১৭ই আগস্ট, ১৯৪৭ সালে
  • জেলা সদর - ইংলিশবাজার
  • আয়তন - ৩,৭৩৩ বর্গকিমি
  • জনসংখ্যা - ৩৯,৮৮,৮৪৫ জন


৯. মুর্শিদাবাদ জেলা :


  • প্রতিষ্ঠা - ১৭ই আগস্ট, ১৯৪৭ সালে
  • জেলা সদর - বহরমপুর
  • আয়তন - ৫,৩২৪ বর্গকিমি
  • জনসংখ্যা - ৭১,০৩,৮০৭ জন


১০. পূর্ব বর্ধমান জেলা :


  • প্রতিষ্ঠা - ৭ এপ্রিল, ২০১৭ সালে
  • জেলা সদর - বর্ধমান
  • আয়তন - ৫,৪২১ বর্গকিমি
  • জনসংখ্যা - ৪৮,৩৫,৫৩২ জন


১১. পশ্চিম বর্ধমান জেলা :


  • প্রতিষ্ঠা - ৭ এপ্রিল, ২০১৭ সালে
  • জেলা সদর - আসানসোল
  • আয়তন - ১,৬০৩ বর্গকিমি
  • জনসংখ্যা - ২৮,৮২,০৩১ জন


১২. বীরভূম জেলা :


  • প্রতিষ্ঠা - ১৯৪৭ সালে
  • জেলা সদর - সিউড়ি
  • আয়তন - ৪,৫৪৫ বর্গকিমি
  • জনসংখ্যা - ৩৫,০২,৪০৪ জন


১৩. হুগলী জেলা :


  • প্রতিষ্ঠা - ১৯৪৭ সালে
  • জেলা সদর - চুঁচুড়া
  • আয়তন - ৩,১৪৯ বর্গকিমি
  • জনসংখ্যা - ৫০,৪১,৯৭৬ জন


১৪. কলকাতা জেলা :


  • প্রতিষ্ঠা - ১৯৪৭ সালে
  • জেলা সদর - কলকাতা
  • আয়তন - ১৮৫ বর্গকিমি
  • জনসংখ্যা - ৪,৪৮৬,৬৭৯ জন


১৫. উত্তর ২৪ পরগনা জেলা :


  • প্রতিষ্ঠা - ১লা মার্চ, ১৯৮৬ সালে
  • জেলা সদর - বারাসত
  • আয়তন - ৪,০৯৪ বর্গকিমি
  • জনসংখ্যা - ১,০০,০৯,৭৮১ জন


১৬. দক্ষিণ ২৪ পরগণা জেলা :


  • প্রতিষ্ঠা - ১লা মার্চ, ১৯৮৬ সালে
  • জেলা সদর - আলিপুর
  • আয়তন - ৯,৯৬০ বর্গকিমি
  • জনসংখ্যা - ৮১,৬১,৯৬১ জন


১৭. নদিয়া জেলা :


  • প্রতিষ্ঠা - ১৯৪৭ সালে
  • জেলা সদর - কৃষ্ণনগর
  • আয়তন - ৩,৯২৭ বর্গকিমি
  • জনসংখ্যা - ৫১,৬৮,৪৮৮ জন


১৮. হাওড়া জেলা :


  • প্রতিষ্ঠা - ১ জানুয়ারি, ১৯৩৮ সালে
  • জেলা সদর - হাওড়া
  • আয়তন - ১,৪৬৭ বর্গকিমি
  • জনসংখ্যা - ৪৮,৫০,০২৯ জন


১৯. পূর্ব মেদিনীপুর জেলা :


  • প্রতিষ্ঠা - ১ জানুয়ারি, ২০০২ সালে
  • জেলা সদর - তমলুক
  • আয়তন - ৪,৭৩৬ বর্গকিমি
  • জনসংখ্যা - ৫,৫০,০০০ জন


২০. পশ্চিম মেদিনীপুর জেলা :


  • প্রতিষ্ঠা - ১ জানুয়ারি, ২০০২ সালে
  • জেলা সদর - মেদিনীপুর
  • আয়তন - ৬,৩০৮ বর্গকিমি
  • জনসংখ্যা - ৫৯,৪৩,৩০০ জন


২১. পুরুলিয়া জেলা :


  • প্রতিষ্ঠা - ১৯৫৬ সালে
  • জেলা সদর - পুরুলিয়া
  • আয়তন - ৬,২৫৯ বর্গকিমি
  • জনসংখ্যা - ২৫,৩৬,৫১৬ জন


২২. বাঁকুড়া জেলা :


  • প্রতিষ্ঠা - ১৮৮১ সালে
  • জেলা সদর - বাঁকুড়া
  • আয়তন - ৬,৮৮২ বর্গকিমি
  • জনসংখ্যা - ৩৫,৯৬,২৯২ জন


২৩. ঝাড়গ্রাম জেলা :


  • প্রতিষ্ঠা - ৪ এপ্রিল, ২০১৭ সালে
  • জেলা সদর - ঝাড়গ্রাম
  • আয়তন - ৩,০২৪.৩৮ বর্গকিমি
  • জনসংখ্যা - ১১,৩৭,১৬৩ জন



Video 

পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা পরিচিতি - কয়টি ও কী কী? / Introduction to the districts of West Bengal -






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ