পশ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে মালদা বিভাগের একটি অন্যতম উল্লেখযােগ্য জেলা হল উত্তর দিনাজপুর জেলা। পূর্বতন দিনাজপুর জেলা থেকে বিভক্তিত হয়ে বর্তমান উত্তর দিনাজপুর জেলা গঠিত হয়েছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য এই জেলায় অবস্থিত।
এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা জানবপশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা উত্তর দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়।
Introduction of Uttar Dinajpur District in Bengali
✪ উত্তর দিনাজপুর জেলা (Uttar Dinajpur District) :
Map of Uttar Dinajpur District
❂প্রতিষ্ঠিত :
উত্তর দিনাজপুর জেলাটি স্থাপিত হয় ১লা এপ্রিল ১৯৯২ সালে।
❂ আয়তন :
উত্তর দিনাজপুর জেলাটির মােট আয়তন ৩,১৪০ বর্গ কিলােমিটার।
❂ জনসংখ্যা :
২০১১ সালের আদমশুমারি অনুসারে উত্তর দিনাজপুর জেলার মােট জনসংখ্যা ৩০ লক্ষ ৭ হাজার ১৩৪ জন।
পুরুষ - ১৫,৫১,০৬৬ জন।
মহিলা - ১৪,৫৬,০৬৮ জন।
জনঘনত্ব - ৯৬০/বর্গকিমি।
❂ সীমানা :
উত্তর দিনাজপুর জেলার ভৌগলিক সীমানা হল - উত্তরে দার্জিলিং জেলা, দক্ষিণে মালদা জেলা, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে বিহার।
❂ নামকরণ :
ইতিহাস অনুযায়ী জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর।
❂ ইতিহাস :
দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিমবঙ্গে যুক্ত হলে পরে তার উত্তরাংশ এবং বিহারের কিশানগঞ্জের ইসলামপুর অঞ্চলকে এক করে ১লা এপ্রিল ১৯৯২ সালে উত্তর দিনাজপুর জেলার আত্মপ্রকাশ ঘটে।
❂ প্রশাসনিক বিভাগ :
* জেলা সদর : উত্তর দিনাজপুর জেলার জেলা সদর -
রায়গঞ্জ।
* বর্তমান জেলাশাসক : Shri Arvind Kumar Mina, IAS
* মহকুমা : উত্তর দিনাজপুর জেলার মহকুমা - ২টি,
রায়গঞ্জ ও
ইসলামপুর।
* পৌরসভা : উত্তর দিনাজপুর জেলার পৌরসভা ৪টি, এগুলি হল -
রায়গঞ্জ,
কালিয়াগঞ্জ,
ডালখােলা ও
ইসলামপুর।
* ব্লক : উত্তর দিনাজপুর জেলার ব্লক সংখ্যা হল ৯টি, এগুলি হল -
চোপরা,
ইসলামপুর,
গােয়ালপােখর-১,
গােয়ালপােখর-২,
করণদিঘি,
রায়গঞ্জ,
হেমতাবাদ,
কালিয়াগঞ্জ ও
ইটাহার।
* পঞ্চায়েত সমিতি : উত্তর দিনাজপুর জেলায় ৯টি পঞ্চায়েত সমিতি রয়েছে।
* গ্রাম পঞ্চায়েত : উত্তর দিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ৯৯টি।
* গ্রাম : উত্তর দিনাজপুর জেলায় গ্রাম রয়েছে ১৪৯৪টি।
* শহর : উত্তর দিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ৯টি।
* জেলা পরিষদ : উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সংখ্যা ১টি।
* থানা : উত্তর দিনাজপুর জেলায় মােট থানা রয়েছে ১০টি।
* লােকসভা কেন্দ্র : উত্তর দিনাজপুর জেলায় লােকসভা কেন্দ্র রয়েছে ১টি, এটি হল -
রায়গঞ্জ।
*বিধানসভা কেন্দ্র : উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ৯টি , এগুলি হল -
চোপরা,
ইসলামপুর,
গােয়ালপােখর,
চাকুলিয়া,
করণদিঘি,
হেমতাবাদ,
কালিয়াগঞ্জ,
রায়গঞ্জ ও
ইটাহার।
❂ভূ-প্রকৃতি :
পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত এই উত্তর দিনাজপুর জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। এই জেলার উত্তরাংশকে তাল বলা হয় এবং দক্ষিণাংশ লাল রং এর প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত কিছুটা বন্ধুরতাযুক্ত, মাঝে মাঝে টিলাযুক্ত - যা বরেন্দ্রভূমি নামে পরিচিত। জেলাটি সাধারণভাবে সমতল হলেও উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু, ফলে প্রধান প্রধান নদীগুলির অভিমুখও উত্তর থেকে দক্ষিণমুখী৷
Geography of Uttar Dinajpur District
উত্তর দিনাজপুর জেলার মাত্র ১০ বর্গ কিলােমিটার ক্ষেত্রফল বনভূমি আচ্ছাদিত। বনভূমিগুলি জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও কুলিক নদীর তীর বরাবর ও জেলাটির দক্ষিণপ্রান্তে বেশি অবস্থিত। কুলিক পাখিরালয় এই জেলার একটি অন্যতম আকর্ষণ। এই জেলায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা কুলিক পাখিরালয় হিসাবেও পরিচিত।
❂ নদ-নদী :
উত্তর দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযােগ্য নদীগুলি হল কুলিক, নাগর, মহানন্দা, করতােয়া, শ্ৰীমতী, গােবরা, ফুলহার ইত্যাদি।
River of Uttar Dinajpur District
❂ জলবায়ু :
উত্তর দিনাজপুর জেলার জলবায়ু উচ্চ আর্দ্রতা, প্রচুর বৃষ্টিপাত, শীতকালীন অধিক ঠান্ডা এবং গ্রীষ্মকালীন অধিক গরম বৈশিষ্ট্যযুক্ত।
❂কৃষিকাজ :
উত্তর দিনাজপুর জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, ভূট্টা, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল উৎপাদিত হয়।
❂ ভাষা :
উত্তর দিনাজপুর জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় উর্দু, হিন্দি, সুরজাপুরী, সাঁওতালি, সাদরি, সাভারা প্রভৃতি ভাষাও প্রচলিত।
❂ ধর্ম :
২০১১ সালের জনগণনা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় বসবাসকারী মোট জনসংখ্যার ৪৯.৩১% হিন্দু ধর্মালম্বী, ৪৯.৯২% ইসলাম ধর্মালম্বী, ০.৫৬% খ্রিস্ট ধর্মালম্বী এবং ০.২১% অন্যান্য ধর্মালম্বী।
❂ সাক্ষরতা :
উত্তর দিনাজপুর জেলার মােট সাক্ষরতার হার ৬০.১৩ শতাংশ।
❂ শিক্ষাপ্রতিষ্ঠান :
উত্তর দিনাজপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লখযােগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল -
রায়গঞ্জ ইউনিভার্সিটি,
রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ,
রায়গঞ্জ পলিটেকনিক কলেজ,
ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ,
রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়,
ইসলামপুর কলেজ,
কালিয়াগঞ্জ কলেজ,
রায়গঞ্জ বিএড. কলেজ ইত্যাদি।
❂ পরিবহন ব্যবস্থা :
উত্তর দিনাজপুর জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার উল্লেখযােগ্য কয়েকটি রেলস্টেশন হল রায়গঞ্জ রেলস্টেশন, রাধিকাপুর প্রান্তিক রেলস্টেশন, আলুবাড়ি রােড জংশন, ডালখােলা রেলস্টেশন প্রভৃতি। বর্তমানে উত্তর দিনাজপুর জেলাটিতে বিমানবন্দর বা বিমান পরিসেবার ব্যবস্থা না থাকলেও রায়গঞ্জে একটি বিমানবন্দর নির্মানের পরিকল্পনা রয়েছে।
❂ দর্শনীয় স্থান :
উত্তর দিনাজপুর জেলার উল্লেখযােগ্য দর্শনীয় স্থানগুলি হল -
১।কুলিক পাখিরালয় :
এই জেলার সদর দপ্তর রাফাঞ্জের নিকটবর্তী কুলিক নদীর তীরে কুলিক অভয়ারণ্য অবস্থিত। এটি পাখিরালয় হিসাবে বিখ্যাত। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়৷ এই অভয়ারণ্যে প্রধানত বগলা, পানকৌড়ি, শামুকখােল, ফিঙে, দোয়েল পুভূতি পাখি দেখা যায়।
২। উত্তর দিনাজপুর জেলা সংগ্রহশালা,
৩৷ চোপড়ার সাপনিকাল বনাঞ্চল,
৪৷ বিজোলিয়া প্রকৃতিবান্ধব পটন,
৫। ভিন্দোলে ভৈরবী মন্দির,
৬৷ বুরহানা ফকিরের মসজিদ,
৭। করণজোড়া জাদুঘর ও উদ্যান,
৮৷ স্বামীনাথ মন্দির,
৯। বাহিন রাজবাড়ি ইত্যাদি।
এই হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা উত্তর দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়।
ভিডিও ↴
উত্তর দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয় / Introduction of Uttar Dinajpur District -
0 মন্তব্যসমূহ