আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি, এই সব কিছুর পাশাপাশি চলুন জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসাবে এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা জানব পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা আলিপুরদুয়ার জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।
| আলিপুরদুয়ার জেলার সংক্ষিপ্ত পরিচয় |
আলিপুরদুয়ার জেলা (Alipurduar District) :
আলিপুরদুয়ার জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার অন্যতম একটি জেলা। এই জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের ২০ তম জেলা হিসাবে ২০১৪ সালের ২৫শে জুন জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয়ে নতুন রূপে স্থাপিত হয়। এই জেলা প্রধানত গ্রামীণ জনসংখ্যা নিয়ে গঠিত। এর মোট জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি SC/ST সম্প্রদায়ের অন্তর্গত। জেলাটি রাজবংশী, রাভা, মেচ, সাঁওতাল, মাদাসিয়া, বোরো, টোটো এবং ওরাওঁর মতো বিভিন্ন জাতিগত উপজাতির আদি শহর, যা জায়গাটিকে আরও গোলকধাঁধায় পরিণত করে।
| আলিপুরদুয়ার জেলার ম্যাপ |
❂ স্থাপিত :
২০১৪ সালের ২৫শে জুন জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয়ে নতুন রূপে আলিপুরদুয়ার জেলা স্থাপিত হয়।
❂ আয়তন :
আলিপুরদুয়ার জেলার মােট আয়তন ৩,১৩৬ বর্গ কিলােমিটার।
❂ জনসংখ্যা :
এই জেলার মােট জনসংখ্যা ১৫ লক্ষ ১ হাজার ৯৮৩ জন।
- পুরুষ - ৭,৭০,৯০৫ জন
- মহিলা - ৭,৩১,০৭৮ জন
- লিঙ্গ অনুপাত - ৯৪৮/১০০০
- জনসংখ্যা ঘনত্ব - ৫৩৯/বর্গ কিমি
- শিক্ষিত ব্যক্তির শতাংশ (মোট) - ৬৪.৭%
- পুরুষ শিক্ষিত জনসংখ্যার হার - ৩৬.২৩%
- নারী শিক্ষিত জনসংখ্যার হার - ২৮.৪৭%
❂ সীমানা :
আলিপুরদুয়ার জেলার ভৌগলিক সীমানা হল - উত্তরে ভূটান রাষ্ট্র, দক্ষিণে কোচবিহার জেলা, পূর্বে আসাম রাজ্য এবং পশ্চিমে জলপাইগুড়ি জেলা।
❂ প্রশাসনিক বিভাগ :
* জেলা সদর - আলিপুরদুয়ার জেলার জেলা সদর -
- আলিপুরদুয়ার।
* বর্তমান জেলাশাসক - শ্রী সুরেন্দ্র কুমার মীনা, আই.এ.এস (Shri Surendra Kumar Meena, I.A.S.)
* মহকুমা - এই জেলার মহকুমা ১টি, সেটি হল -
- আলিপুরদুয়ার মহকুমা।
* পৌরসভা - এই জেলার পৌরসভা ২টি,
- আলিপুরদুয়ার পৌরসভা ও
- ফালাকাটা পৌরসভা।
* ব্লক - এই জেলার ব্লক সংখ্যা হল - ৬টি, এগুলি হল -
- মাদারিহাট,
- ফালাকাটা,
- কালচিনি,
- আলিপুরদুয়ার-১
- আলিপুরদুয়ার-২ ও
- কুমারগ্রাম।
* পঞ্চায়েত সমিতি - আলিপুরদুয়ার জেলায় ৬টি পঞ্চায়েত সমিতি রয়েছে।
* গ্রাম পঞ্চায়েত - আলিপুরদুয়ার জেলায় ৬৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
* সেন্সাস টাউন - এই জেলায় ৯টি সেন্সাস টাউন রয়েছে, এগুলি হল -
- পশ্চিম জিতপুর,
- ছেচকাটা,
- আলিপুরদুয়ার রেলওয়ে জংশন,
- ভােলার ডাবরি,
- শােভাগঞ্জ,
- ফালাকাটা,
- জয়গাঁ,
- উত্তর লাটাবাড়ি ও
- উত্তর কামখ্যাগুড়ি।
* থানা - আলিপুরদুয়ার জেলায় মােট থানা রয়েছে ৮টি, এগুলি হল -
- আলিপুরদুয়ার থানা,
- ফালাকাটা থানা,
- কুমারগ্রাম থানা,
- শামুকতলা থানা,
- কালচিনি থানা,
- জয়গাঁ থানা,
- মাদারিহাট থানা ও
- বীরপাড়া থানা।
* বিধানসভার আসন - আলিপুরদুয়ার জেলায় ৫টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এগুলি হল -
- আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র,
- কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র,
- ফালাকাটা বিধানসভা কেন্দ্র,
- মাদারিহাট বিধানসভা কেন্দ্র ও
- কালচিনি বিধানসভা কেন্দ্র।
* লােকসভার আসন - ১টি, এটি হল -
- আলিপুরদুয়ার লােকসভা কেন্দ্র।
❂ ভূ-প্রকৃতি :
পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই আলিপুরদুয়ার জেলার প্রাকৃতিক সৌন্দৰ্য্যও অপরূপ। হিমালয় পাদদেশীয় তরাই-ডুয়ার্স অঞ্চলে আলিপুরদুয়ার জেলাটি অবস্থিত। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের নুড়ি, পলি, বালি সঞ্চিত হয়ে ঈষৎ তরঙ্গায়িত ভূমিরূপ সৃষ্টি করেছে। এই জেলার গড় উচ্চতা ৯৩ মিটার (৩০৫ ফুট)। মাটির ধরন মোটা দোআঁশ এবং সূক্ষ্ম দোআঁশ। ভূমির ভূসংস্থান নদী, স্রোত এবং পাহাড় দ্বারা কাটা এবং চা বাগান ও বন দ্বারা আচ্ছাদিত।
❂ নদ-নদী :
এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে প্রধান নদীগুলি হল তাের্সা, কালজানি, রায়ডাক, জয়ন্তী ও সঙ্কোশ।
❂ জলবায়ু :
আলিপুরদুয়ার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত ৩১৬০ মিমি এবং আপেক্ষিক আর্দ্রতা ৮২ শতাংশ।
❂ কৃষিকাজ :
আলিপুরদুয়ার জেলার প্রধান জীবিকা হল কৃষি। এছাড়াও, এই জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালাে হয়। এই জেলায় ধান, গম, তামাক, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও চা পাতাও উৎপাদিত হয়। এই জেলায় মােট ৬৫টি চা বাগান রয়েছে।
❂ অভয়ারণ্য :
আলিপুরদুয়ার জেলায় তাের্সা নদীর তীরবর্তী বিশাল জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। এই অভয়ারণ্যে একশৃঙ্গী গন্ডার, বাইসন, চিতাবাঘ ও হাতিসহ নানান প্রজাতির প্রাণী দেখা যায়।
| জলদাপাড়া অভয়ারণ্য |
❂ শিক্ষা :
- পুরুষ শিক্ষিত জনসংখ্যার হার - ৩৬.২৩%
- নারী শিক্ষিত জনসংখ্যার হার - ২৮.৪৭%
❂ ভাষা :
এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা। তবে এই জেলায় হিন্দি, নেপালি, সাদরি, ওরাওঁ, সাঁওতালি, রাভা, মুন্ডারি প্রভৃতি ভাষাও প্রচলিত।
❂ ধর্ম :
এই জেলায় বসবাসকারী মানুষদের মধ্যে ৮০.০৭% হিন্দু ধর্মালম্বী, ৮.৭৪% ইসলাম ধর্মালম্বী, ৭.৫২% খ্রিস্টান ধর্মালম্বী, ২.৩৭% বৌদ্ধ ধর্মালম্বী এবং বাকি ১.৩১% অন্যান্য ধর্মালম্বী।
❂ পরিবহন ব্যবস্থা :
এই জেলায় পরিবহন ব্যবস্থা হিসাবে উন্নত সড়কপথ তাে রয়েছেই, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার দুটি বড়াে রেলস্টেশন হল আলিপুরদুয়ার জংশন ও নিউ আলিপুরদুয়ার।
❂ পর্যটন স্থান :
আলিপুরদুয়ার জেলার উল্লেখযােগ্য পর্যটন স্থানগুলি হল -
- বক্সা রয়েল বেঙ্গল টাইগার রিজার্ভেশন বা বক্সা জাতীয় উদ্যান
| বক্সা রয়েল বেঙ্গল টাইগার রিজার্ভেশন বা বক্সা জাতীয় উদ্যান |
- জলদাপাড়া ন্যাশনাল পার্ক
- জয়ন্তী
- বক্সা দুর্গ
- বক্সা রাঘবন
- রাজাভাতখাওয়া
- খয়েরবাড়ি
- ভুটাল ঘট
- মেন্দারবাড়ি
- গারুচিরা
- চিলাপাতা বনাঞ্চল
- বক্সা হিলস্ অ্যান্ড ভুটান ভ্যালি
- ডুয়ার্স
- মধু চা বাগান
- তরাই অঞ্চল ইত্যাদি।
এই হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা আলিপুরদুয়ার জেলার সংক্ষিপ্ত পরিচয়।
0 মন্তব্যসমূহ