পশ্চিমবঙ্গের ২০২১ সালের মন্ত্রীসভার সকল মন্ত্রীগণ / All Minister of West Bengal Cabinet 2021

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ২০২১ সালের ১৭তম বিধানসভা  সাধারন নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে কে কে কোন কোন বিভাগের মন্ত্রী হলেন, চলুন তা জেনে নেওয়া যাক -

West Bengal Cabinet Minister 2021


পশ্চিমবঙ্গ মন্ত্রীসভা ২০২১ / West Bengal Cabinet 2021 :

বর্তমানে পশ্চিমবঙ্গ ব্বিানসভার মােট আসনসংখ্যা ২৯৫৷ এর মধ্যে ২৯৪টি আসনের ব্বিায়করা প্রতি পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত হয়ে আসেন এবং একজন সদস্য অ্যাংলাে-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সরাসরি নির্বাচিত হন। নিয়ম অনুসারে, একটি রাজ্যের মন্ত্রী পরিষদে মূখ্যমন্ত্রী সহ মােট মন্ত্রীর সংখ্যা পনেরাে শতাংশের বেশি হবে না। সেই হিসাবে পশ্চিমবঙ্গের মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ৪৩ জন মন্ত্রী রয়েছেন। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার মূখ্যমন্ত্রী হলেন - 

➤মূখ্যমন্ত্রী :

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়
( মূখ্যমন্ত্রী )

এছাড়াও -
  • স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক
  • কর্মচারী ও প্রশাসনিক সংস্কার মন্ত্রক
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
  • তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়
  • ভূমি ও ভূমি সংস্কার
  • শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন
  • উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের মন্ত্রী।


এরপর, পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার পূর্ণমন্ত্রীরা হলেন -

পূর্ণমন্ত্রী :

১.
সুব্রত মুখােপাধ্যায়

সুব্রত মুখােপাধ্যায়

➣ বিভাগ -
  • পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন
  • রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগের মন্ত্রী।

২.
পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়

➣ বিভাগ -
  • শিল্প ও বাণিজ্য
  • তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স
  • পরিষদ বিষয়ক বিভাগের মন্ত্রী।

৩.
অমিত মিত্র

অমিত মিত্র

➣ বিভাগ -

  • অর্থ
  • পরিকল্পনা, পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন বিভাগের মন্ত্রী। 

৪.
ব্রাত্য বসু

ব্রাত্য বসু

➣ বিভাগ - 

  • বিদ্যালয় শিক্ষা
  • উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী।

৫.
সাধন পান্ডে

সাধন পান্ডে

➣ বিভাগ - 
  • উপভােক্তা বিষয়ক
  • স্বনির্ভর গােষ্ঠী ও স্ব-নিযুক্তি বিভাগের মন্ত্রী।

৬.
জ্যোতিপ্রিয় মল্লিক

জ্যোতিপ্রিয় মল্লিক

➣ বিভাগ -
  • বন
  • অচিরাচরিত শক্তি উৎস বিভাগের মন্ত্রী। 

৭.
বঙ্কিম চন্দ্র হাজরা

বঙ্কিম চন্দ্র হাজরা

➣ বিভাগ - 
  • সুন্দরবন বিষয়ক মন্ত্রী। 

৮.
মানস রঞ্জন ভূঁইয়া

মানস রঞ্জন ভূঁইয়া

➣ বিভাগ -
  • জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের মন্ত্রী। 

৯.
সৌমেন কুমার মহাপাত্র

সৌমেন কুমার মহাপাত্র

➣ বিভাগ -
  • সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী। 

১০.
মলয় ঘটক

মলয় ঘটক

➣ বিভাগ -
  • আইন বিচার এবং পূর্ত বিভাগের মন্ত্রী। 

১১.
অরূপ বিশ্বাস

অরূপ বিশ্বাস

➣ বিভাগ -
  • বিদ্যুৎ
  • যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের মন্ত্রী। 

১২.
উজ্জ্বল বিশ্বাস

উজ্জ্বল বিশ্বাস

➣ বিভাগ -
  • সংশােধন প্রশাসন বিভাগের মন্ত্রী। 

১৩.
অরুপ রায়

অরুপ রায়

➣ বিভাগ -
  • সমবায় বিভাগের মন্ত্রী। 

১৪.
রথীন ঘােষ

রথীন ঘােষ

➣ বিভাগ -
  • খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী। 

১৫.
ফিরহাদ হাকিম

ফিরহাদ হাকিম

➣ বিভাগ -
  • পরিবহণ
  • আবাসন বিভাগের মন্ত্রী। 

১৬.
চন্দ্রনাথ সিনহা

চন্দ্রনাথ সিনহা

➣ বিভাগ -
  • ক্ষুদ্র, ছােট ও মাঝারি এবং বস্ত্র শিল্প বিভাগের মন্ত্রী। 

১৭.
শােভনদেব চ্যাটার্জি

শােভনদেব চ্যাটার্জি

➣ বিভাগ -
  • কৃষি বিভাগের মন্ত্রী। 

১৮.
পুলক রায়

পুলক রায়

➣ বিভাগ -
  • জনস্বাস্থ্য কারিগরী বিভাগের মন্ত্রী। 

১৯.
শশী পাঁজা

শশী পাঁজা

➣ বিভাগ -
  • নারী ও শিশু উন্নয়ণ এবং সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী। 

২০.
মহঃ গোলাম রাব্বানি

মহঃ গোলাম রাব্বানি

➣ বিভাগ -
  • সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মন্ত্রী। 

২১.
বিপ্লব মিত্র

বিপ্লব মিত্র

➣ বিভাগ -
  • কৃষি বিপণন বিভাগের মন্ত্রী। 

২২.
জাভেদ আহমেদ খান

জাভেদ আহমেদ খান

➣ বিভাগ -
  • বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের মন্ত্রী৷ 

২৩.
স্বপন দেবনাথ

স্বপন দেবনাথ

➣ বিভাগ -
  • প্রাণী সম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী। 

২৪.
সিদ্দিকুল্লা চৌধুরী

সিদ্দিকুল্লা চৌধুরী

➣ বিভাগ -
  • জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী।


এরপর, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা হলেন -

➤ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী :

১.
বেচারাম মান্না

বেচারাম মান্না

➣ বিভাগ -
  • শ্রম বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

২.
সুব্রত সাহা

সুব্রত সাহা

➣ বিভাগ -
  • খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী৷ 

৩.
হুমায়ুন কবীর

হুমায়ুন কবীর

➣ বিভাগ -
  • কারিগরী শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। 

৪.
অখিল গিরি

অখিল গিরি

➣ বিভাগ -
  • মৎস্য বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। 

৫.
চন্দ্রিমা ভট্টচার্য

চন্দ্রিমা ভট্টচার্য

➣ বিভাগ -
  • নগরােন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
  • ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনবার্সন বিভাগের প্রতিমন্ত্রী। 

৬.
রত্না দে নাগ

রত্না দে নাগ

➣ বিভাগ -
  • পরিবেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পুতিমন্ত্রী।

৭.
সন্ধ্যারানী টুডু

সন্ধ্যারানী টুডু

➣ বিভাগ -
  • পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং
  • পরিষদ বিষয়ক বিভাগের প্রতিমন্ত্রী।

৮.
বুলুচিক বরাইক

বুলুচিক বরাইক

➣ বিভাগ -
  • অনগ্রসর শ্রেণী কল্যাণ
  • আদিবাসী উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

৯.
সুজিত বসু

সুজিত বসু

➣ বিভাগ -
  • অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

১০.
ইন্দ্রনীল সেন

ইন্দ্রনীল সেন

➣ বিভাগ -
  • পর্যটন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং
  • তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী।


এরপর, প্রতিমন্ত্রীরা হলেন -

➤ প্রতিমন্ত্রী :

১.
দিলীপ মন্ডল

দিলীপ মন্ডল

➣ বিভাগ -
  • পরিবহণ বিভাগের প্রতিমন্ত্রী।

২.
আখিরুজ্জামান

আখিরুজ্জামান

➣ বিভাগ -
  • বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী।

৩.
শিউলি সাহা

শিউলি সাহা

➣ বিভাগ -
  • পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী।

৪.
শ্রীকান্ত মাহাতাে

শ্রীকান্ত মাহাতাে

➣ বিভাগ -
  • ক্ষুদ্র, ছােট ও মাঝারি এবং বস্ত্র শিল্প বিভাগের প্রতিমন্ত্রী।

৫.
ইয়াসমিন সাবিনা

ইয়াসমিন সাবিনা

➣ বিভাগ -
  • সেচ ও জলপথ
  • উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী।

৬.
বীরবাহা হাঁসদা

বীরবাহা হাঁসদা

➣ বিভাগ -
  • বন বিভাগের প্রতিমন্ত্রী।

৭.
জ্যোৎস্না মান্ডি

জ্যোৎস্না মান্ডি

➣ বিভাগ -
  • খাদ্য ও সরবরাহ বিভাগের প্রতিমন্ত্রী।

৮.
পরেশ চন্দ্র অধিকারী

পরেশ চন্দ্র অধিকারী

➣ বিভাগ -
  • বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী।

৯.


মনােজ তিওয়ারি

➣ বিভাগ -
  • যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের প্রতিমন্ত্রী।

এই হল পশ্চিমবঙ্গের ২০২১ সালের মন্ত্রীসভার সকল মন্ত্রীগণ।


Video 

All Minister of West Bengal Cabinet 2021 | West Bengal Cabinet Ministers List 2021 | WB Cabinet 2021 -





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ