ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ২০২১ সালের ১৭তম বিধানসভা সাধারন নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে কে কে কোন কোন বিভাগের মন্ত্রী হলেন, চলুন তা জেনে নেওয়া যাক -
| West Bengal Cabinet Minister 2021 |
পশ্চিমবঙ্গ মন্ত্রীসভা ২০২১ / West Bengal Cabinet 2021 :
বর্তমানে পশ্চিমবঙ্গ ব্বিানসভার মােট আসনসংখ্যা ২৯৫৷ এর মধ্যে ২৯৪টি আসনের ব্বিায়করা প্রতি পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গের জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত হয়ে আসেন এবং একজন সদস্য অ্যাংলাে-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে সরাসরি নির্বাচিত হন। নিয়ম অনুসারে, একটি রাজ্যের মন্ত্রী পরিষদে মূখ্যমন্ত্রী সহ মােট মন্ত্রীর সংখ্যা পনেরাে শতাংশের বেশি হবে না। সেই হিসাবে পশ্চিমবঙ্গের মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ৪৩ জন মন্ত্রী রয়েছেন। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার মূখ্যমন্ত্রী হলেন -
➤মূখ্যমন্ত্রী :
মমতা বন্দ্যোপাধ্যায় ( মূখ্যমন্ত্রী ) |
- স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক
- কর্মচারী ও প্রশাসনিক সংস্কার মন্ত্রক
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
- তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়
- ভূমি ও ভূমি সংস্কার
- শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন
- উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের মন্ত্রী।
এরপর, পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার পূর্ণমন্ত্রীরা হলেন -
➤পূর্ণমন্ত্রী :
সুব্রত মুখােপাধ্যায় |
- পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন
- রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগের মন্ত্রী।
| পার্থ চট্টোপাধ্যায় |
➣ বিভাগ -
- অর্থ
- পরিকল্পনা, পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন বিভাগের মন্ত্রী।
| ব্রাত্য বসু |
➣ বিভাগ -
- বিদ্যালয় শিক্ষা
- উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী।
- উপভােক্তা বিষয়ক
- স্বনির্ভর গােষ্ঠী ও স্ব-নিযুক্তি বিভাগের মন্ত্রী।
- বন
- অচিরাচরিত শক্তি উৎস বিভাগের মন্ত্রী।
- সুন্দরবন বিষয়ক মন্ত্রী।
- জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের মন্ত্রী।
- সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী।
- আইন বিচার এবং পূর্ত বিভাগের মন্ত্রী।
- বিদ্যুৎ
- যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের মন্ত্রী।
- সংশােধন প্রশাসন বিভাগের মন্ত্রী।
- সমবায় বিভাগের মন্ত্রী।
- খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী।
- পরিবহণ
- আবাসন বিভাগের মন্ত্রী।
- ক্ষুদ্র, ছােট ও মাঝারি এবং বস্ত্র শিল্প বিভাগের মন্ত্রী।
- কৃষি বিভাগের মন্ত্রী।
- জনস্বাস্থ্য কারিগরী বিভাগের মন্ত্রী।
- নারী ও শিশু উন্নয়ণ এবং সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী।
- সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মন্ত্রী।
- কৃষি বিপণন বিভাগের মন্ত্রী।
- বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের মন্ত্রী৷
- প্রাণী সম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী।
- জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী।
➤ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী :
- শ্রম বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
- খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী৷
- কারিগরী শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
- মৎস্য বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
- নগরােন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
- ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনবার্সন বিভাগের প্রতিমন্ত্রী।
- পরিবেশ
- বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পুতিমন্ত্রী।
- পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং
- পরিষদ বিষয়ক বিভাগের প্রতিমন্ত্রী।
- অনগ্রসর শ্রেণী কল্যাণ
- আদিবাসী উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
- অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
- পর্যটন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং
- তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী।
➤ প্রতিমন্ত্রী :
- পরিবহণ বিভাগের প্রতিমন্ত্রী।
- বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী।
- পঞ্চায়েত ও গ্রামােন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী।
- ক্ষুদ্র, ছােট ও মাঝারি এবং বস্ত্র শিল্প বিভাগের প্রতিমন্ত্রী।
- সেচ ও জলপথ
- উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী।
- বন বিভাগের প্রতিমন্ত্রী।
- খাদ্য ও সরবরাহ বিভাগের প্রতিমন্ত্রী।
- বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী।
- যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের প্রতিমন্ত্রী।
0 মন্তব্যসমূহ