আমাদের পড়াশােনার জন্য একটা সময় ইউনিভার্সিটিতেও পড়তে যেতে হয়। তবে সেই সময়টা আমরা একটু চিন্তিত হয়ে পড়ি এই কারণে যে, কোন ইউনিভার্সিটিতে আমি পরবর্তী পড়াশােনা করব? কোন ইউনিভার্সিটিতে পড়াশােনা করলে আমার জন্য ভালাে হবে? সেই ইউনিভার্সিটিই বা কোথায়? ইত্যাদি। তবে এটা ঠিক আমরা যদি জেনে নিতে পারি কোথায় কোথায় কোন কোন ইউনিভার্সিটিগুলি রয়েছে তাহলে সেটা আমাদের অনেকটাই সুবিধার হবে। তাই চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় কোন কোন ইউনিভার্সিটিগুলি রয়েছে।
All Universities in West Bengal |
পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটি - All Universities in West Bengal :
বর্তমানে পশ্চিমবঙ্গে UGC অর্থাৎ University Grants Commission অধীনস্থ যে সমস্ত ইউনিভার্সিটিগুলি রয়েছে তার মধ্যে Central University রয়েছে ১টি এবং State University রয়েছে ৩৭টি। আমরা এই সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটিগুলির নাম, কোথায় অবস্থিত এবং কোন কোন বিষয়ে সেরা সেটা জানব।
পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত UGC অধীনস্থ Central University টি হল -
বিশ্বভারতী ইউনিভার্সিটি :
১৯২১ সালের ২৩শে ডিসেম্বর স্থাপিত এই ইউনিভার্সিটি বীরভূম জেলার বােলপুরের শান্তিনিকেতন এ অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science, Social Work, Agriculture, Fine Arts, Designing, Music এবং Drama.
- Official Website - https://visvabharati.ac.in/
এরপর, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত UGC অধীনস্থ স্টেট ইউনিভার্সিটিগুলি হল -
১। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি :
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোচবিহার জেলার কোচবিহার শহরেই অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science এবং Commerce.
- Official Website - http://cbpbu.ac.in/
২। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় :
২০০১ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Agriculture, Horticulture এবং Agriculture Technology.
- Official Website - http://www.ubkv.org
৩৷ আলিপুরদুয়ার ইউনিভার্সিটি :
২০২০ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভাসটি আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার শহরেই অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts এবং Science.
- Official Website - https://alipurduaruniversity.ac.in/
৪। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল :
১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি দার্জিলিং জেলার শিলিগুড়ির রাজা রামমােহনপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Science, Arts, Commerce এবং Law.
- Official Website - http://www.nbu.ac.in
৫৷ রায়গঞ্জ ইউনিভার্সিটি :
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Science, Management, Arts, Commerce এবং Law.
- Official Website - http://raiganjuniversity.ac.in/
৬৷ দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি :
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts এবং Science.
- Official Website - http://dduniversity.in/
৭৷ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ :
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি মালদা জেলার মকদুমপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Science, Arts, Commerce এবং Law.
- Official Website - http://www.ugb.ac.in
৮৷ মুর্শিদাবাদ ইউনিভার্সিটি :
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts এবং Science.
- Official Website - https://www.murshidabaduniversity.ac.in/
৯৷ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় :
২০২০ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি বীরভূম জেলার বােলপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts এবং Science.
- Official Website - https://www.biswabanglabiswabidyalay.org/
১০। ইউনিভার্সিটি অফ কল্যানি :
১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি নদিয়া জেলার কল্যানিতে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science, Commerce এবং Law.
- Official Website - http://www.klyuniv.ac.in
১১৷ বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় :
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি নদিয়া জেলার মােহনপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Agriculture, Horticulture এবং Agriculture Engineering.
- Official Website - http://www.bckv.edu.in
১২। কন্যাশ্রী ইউনিভার্সিটি :
২০২০ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি নদিয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Sciences এবং Commerce.
- Official Website - https://www.kanyashreeuniversity.in/
১৩৷ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনােলজি :
২০০১ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি নদীয়া জেলার কল্যানীর হরিণঘাটায় অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Engineering এবং Management.
- Official Website - https://makautwb.ac.in/
১৪৷ দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান :
১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science, Commerce, Engineering এবং Law.
- Official Website - https://www.buruniv.ac.in
১৫৷ কাজি নজরুল ইউনিভার্সিটি :
২০১২ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি পশ্চিম বর্ধমান জেলার উত্তর আসানসােল এ অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science, Engineering, Law এবং Commerce.
- Official Website - http://www.knu.ac.in
১৬। সিধাে-কানহাে-বীরসা ইউনিভার্সিটি :
২০১০ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি পুরুলিয়া জেলার পুরুলিয়া শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science এবং Commerce.
- Official Website - http://www.skbu.ac.in
১৭৷ বাঁকুড়া ইউনিভার্সিটি :
২০১৪ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি বাঁকুড়া জেলার পুরন্দরপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science এবং Law.
- Official Website - https://bankurauniv.ac.in/
১৮৷ সাধু রাম চাঁদ মুর্ম ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম :
২০১৭ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরে। অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts এবং Science.
- Official Website - http://srcmuj.org/
১৯৷ বিদ্যাসাগর ইউনিভার্সিটি :
১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science এবং Commerce.
- Official Website - http://www.vidyasagar.ac.in/
২০। মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি :
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি পুর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts.
- Official Website - http://www.mguwb.org.in/
২১। ডায়মন্ড হারবার ওমেনস্ ইউনিভার্সিটি :
২০১৩ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts এবং Science.
- Official Website - http://www.dhwu.ac.in
২২। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি :
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এ অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science এবং Commerce.
- Official Website - http://www.wbsubregistration.org
২৩। হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি :
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Education, Journalism এবং Mass Communication.
- Official Website - https://harichandguruchanduniversity.com/
২৪। রানি রাশমনি গ্রিন ইউনিভার্সিটি :
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি হুগলি জেলার তারকেশ্বরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Science এবং Environmental Science.
- Official Website - http://rrgu.org/
২৫৷ হিন্দি ইউনিভার্সিটি :
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি হাওড়া জেলার হাওড়া শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Hindi Language.
- Official Website - http://www.hindiuniv.org.in/
২৬। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ড সায়ন্স ইউনিভার্সিটি :
২০০৪ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি হাওড়া জেলার শিবপুরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Science, Engineering এবং Technology.
- Official Website - https://www.iiests.ac.in/
২৭। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা :
১৮৫৭ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতা জেলার কোলকাতা শহরেই অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science, Commerce, Engineering, Law, Fine Arts এবং Music.
- Official Website - http://www.caluniv.ac.in
২৮৷ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি :
১৮১৭ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতা জেলার কোলকাতা শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts এবং Science.
- Official Website - http://www.presiuniv.ac.in
২৯৷ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি :
১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতা জেলার কোলকাতা শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Fine Arts এবং Visual Arts.
- Official Website - http://www.rbu.ac.in
৩০৷ যাদবপুর ইউনিভার্সিটি :
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতা জেলার যাদবপুর শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science, Commerce, Engineering এবং Technology.
- Official Website - http://www.jaduniv.edu.in/
৩১৷ আলিয়া ইউনিভার্সিটি :
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতা জেলার কোলকাতা শহরে অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science, Engineering, Management, Law এবং Islamic Studies.
- Official Website - http://www.aliah.ac.in
৩২। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি :
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতার সল্ট লেক এ অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Arts, Science এবং Commerce.
- Official Website - http://www.wbnsou.com
৩৩। দ্য সংস্কৃত কলেজ এন্ড ইউনিভার্সিটি :
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতা শহরে অবস্থিত। এই। ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Sanskrit এবং Language.
- Official Website - https://www.sanskritcollegeanduniversity.org.in/
৩৪। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়ন্সেস :
২০০৩ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতার সল্ট লেক এ অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Medicine.
- Official Website - http//www.wbuhs.ac.in
৩৫৷ দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়ন্স :
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতার সল্ট লেক এ অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Law.
- Official Website - http://www.nujs.edu
৩৬। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেইনিং, এডুকেশন প্লানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন :
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি কোলকাতা শহরেই অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Teachers Training, B.Ed., M.Ed..
- Official Website - https://www.wbuttepa.ac.in/
৩৭৷ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল এন্ড ফিশারি সায়েন্সেস :
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটিটিও কোলকাতা শহরেই অবস্থিত। এই ইউনিভার্সিটির বিশেষত্ব হল - Veterinary এবং Animal Sciences.
- Official Website - http://wbuafscl.ac.in
এই হল পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত UGC অধীনস্থ সেন্ট্রাল এবং স্টেট ইউনিভর্সিটিগুলি।
0 মন্তব্যসমূহ